দেশজুড়ে

ট্রলারে বাল্কহেডের ধাক্কা, ১৫ ঘণ্টা পর মিললো নিখোঁজ জেলের মরদেহ

শরীয়তপুরের জাজিরায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারে থাকা আবুল কালাম (৪০) নামের এক জেলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরআগে শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মাদবরকান্দি এলাকার পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন জেলে আবুল কালাম।

নিহত আবুল কালাম মোল্লা জাজিরা উপজেলার মাদবর কান্দি এলাকার মৃত রহমান মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাজ্জল হক।

স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আবুল কালাম মোল্লা, দাদন মল্লিক, আলতু মোল্লা ও সিদ্দিক হাওলাদার একটি নৌকায় করে পদ্মা নদীর মাদবর কান্দি এলাকায় জাল ফেলে মাছ ধরছিলেন। রাত ৩টার দিকে জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সবাই পানিতে পড়ে যান। এসময় অন্য জেলেরা সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন আবুল কালাম মোল্লা। বিষয়টি নৌপুলিশকে জানানো হয়। পরে নৌপুলিশ ও মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদলের যৌথ প্রচেষ্টায় প্রায় ১৫ ঘণ্টা পর আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়।

মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাজ্জল হক বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস