উৎসবমুখর পরিবেশে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় সমাবর্তন শুরু হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। এছাড়াও এক হাজার ৩৮৮ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তনে আইইবির শিক্ষকমণ্ডলী ৪৩৪ স্নাতকোত্তর এবং তাদের অভিভাবক, শিক্ষাবিদ, সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ত্বরা উপস্থিত রয়েছেন।সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়টি পরিপার্টি করে সাজানো হয়েছে। এইচএস/এএইচ/আরআইপি