ফেনীর সোনাগাজীতে কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেনকে (৪৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। ইমাম হোসেন উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের সেনেরখিল গ্রামের আবু ইউসুফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি রিয়াদ হোসেন দুই-তিন বছর ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেনের বাড়িতে থেকে ট্রাক্টর চালকের কাজ করেন। রিয়াদ হোসেন অনেকদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরী তার মা-বাবাকে জানায়। তারা প্রতিকার চেয়ে ইমাম হোসেনের কাছে অভিযোগ করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্দেশে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রিয়াদ। এরপর স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাড়া বাসায় আটকে রেখে দুজন মিলে তাকে ধর্ষণ করেন।
আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কিশোরীর বাবা বলেন, ঘটনার পরদিন বৃহস্পতিবার বিষয়টি স্থানীয় সমাজপতি ও ইউপি চেয়ারম্যানকে জানাই। তারা বিষয়টি সমাধান করার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতার অব্যাহত হুমকির মুখে থানায় গিয়ে মামলাও করতে পারছিলাম না। ঘটনার দুইদিন পরও কোনো সুরাহা না হওয়ায় আমি শনিবার রাতে থানায় মামলা করি। এরপর রাতেই পুলিশ উপজেলার সেনেরখিল এলাকা থেকে ইমাম হোসেন ও রিয়াদকে গ্রেফতার করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেনের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পরে জেলা ও উপজেলা নেতাদের পরামর্শে দলীয় শৃঙ্খলার লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সোমবার রাতে জরুরি সভা ডেকে উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে ইমামকে বহিষ্কার করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম