দেশজুড়ে

প্রশ্ন ফাঁস : ভৈরবে প্রাথমিক পরীক্ষা স্থগিত

সারাদেশের মতো গত ৭ ডিসেম্বর থেকে কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ায় পরীক্ষা আপাতত: স্থগিত করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করেন ভৈরবের উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন। তিনি বলেন, আমরা প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা শুনেছি এবং প্রমাণও পেয়েছি। তাই আপাতত: পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে পুনরায় পরীক্ষা নেওয়ার তারিখ জানানো হবে।