জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

 

রাজধানীর জুরাইন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইসমাইল হোসেন (২০) নামে এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে জুরাইন মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহোবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ইসমাইল।

ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা এলাকার বড়ভাই মো. ইমরান ও বন্ধু শরীফ জাগো নিউজকে বলেন, ইসমাইল পড়াশোনার পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে চাকরি করতো। রাতে টাকা নিয়ে বাসায় ফেরার পথে জুরাইন মাদরাসা রোড এলাকায় কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে পিঠে ও বুকে আঘাত জখম করে তার কাছে থাকা ১৫/১৬ হাজার টাকা নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/