রাজনীতি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে রেশন চালুর দাবি সিপিবির

 

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলাসহ সারাদেশে রেশনব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

Advertisement

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সিনেমা প্যালেস চত্বরে কোতোয়ালি থানা সিপিবির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সিপিবি কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং রুপন কান্তি ধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, রেখা চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। বর্তমানে ক্ষমতায় যারা আছে এবং যারা শুধু ক্ষমতায় যেতে চায় কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তির ওপর ভর করে মসনদে বসতে চায়। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। সারাদেশে বাজারে আগুন।

Advertisement

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মজুতদার -মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে টিসিবির কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করে অত্যাবশ্যক পণ্যসামগ্রীর আমদানি, মজুত ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে খাদ্যদ্রব্যসহ দ্রব্যসামগ্রীর বাফার স্টক গড়ে তোলা, পাইকারি ও খোলাবাজারে পণ্যমূল্য তদারকির জন্য ‘মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করতে হবে। আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষকে বাঁচাতে সারাদেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনব্যবস্থা চালু করতে হবে।

সিপিবি নেতারা বলেন, দেশের এ সংকটময় সময়ে কমিউনিস্ট পার্টিকে সর্বোচ্চ শক্তি নিয়ে লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরুদ্ধে তীব্র গণসংগ্রাম গড়ে তুুুুলতে হবে। সেইলক্ষ্যে প্রত্যেক থানায় থানায় বিভিন্ন গণসংগ্রাম গড়ে তোলার মতো শক্তিশালী কমিউনিস্ট পার্টির কোনো বিকল্প নেই।

ইকবাল হোসেন/এমএএইচ/

Advertisement