দেশজুড়ে

বরগুনায় সাংবাদিকদের উপর হামলা

পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিরাজ আহমেদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত মিরাজ আহমেদ জাবেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত মিরাজ আহমেদ জানান, উপজেলার চাওড়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত চেয়ারম্যান মো. বাদল খাঁনের নির্দেশে তার ভাই মো. আলমাছ খাঁন সন্ত্রাসীদের নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের বাড়ি-এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর চালাচ্ছে। এসব হামলা এবং ভাঙচুরের খবর সংগ্রহ করতে গেলে বাদল খাঁনের ভাইয়ের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী তার হামলা চালায়। এসময় ক্যামেরা ভাঙচুর করে এবং ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ বিষয়ে চাওড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. বাদল খাঁন এবং তার ভাই আলমাচ খাঁনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর