দেশজুড়ে

মদ্যপানে বাধা দেওয়ায় সীতাকুণ্ডে যুবক খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ্যপানে বাধা দেয়ায় মোহাম্মদ রুবেল (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে  সীতাকুণ্ডের সোনাইছড়ির উত্তর ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রুবেল উত্তর ঘোড়ামরা এলাকার আরিফ করিমুল্লাহর বাড়ির বাসিন্দা।ইউপি মেম্বার সোলাইমান আলম জানান, উত্তর ঘোড়ামরা এলাকায় নুরুল আলমের ছেলে আবদুর রহিম (২৬) তার কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে বসে প্রকাশ্যে মদ্যপান করে মাতলামি করছিলেন। রুবেল তাদের মদ্যপান করতে নিষেধ করায় যুবকরা রুবেলকে মারধর করে। এক পর্যায়ে রহিম ক্রিকেট ব্যাট দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। রক্তাত অবস্থায় রুবেলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সীতাকুন্ডের থানার এস আই আশ্রাফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।জীবন মুছা/এআরএস/পিআর