দেশজুড়ে

হাসপাতালে রোগীদের ওপর প্রতিপক্ষের হামলা

লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে শাহজাহান, অহিদ উদ্দিন রনি, শামিম হোসেন, ইয়াসিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর আগে বিকেলে পৌরসভার বাঞ্চানগর এলাকার আঠিয়া বাড়ির পুকুর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে পুকুরে মাটি কাটছিল হোসেন। এসময় একই বাড়ির মফিজদের সঙ্গে তার কথাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে আহত হোসেন ও তার পরিবারের সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। খবর পেয়ে মফিজের লোকজন হাসপাতালের জরুরি বিভাগে আহতদের ওপর ফের হামলা চালায়। আহতরা হলেন, হোসেন, বেলাল, মরিয়ম বেগম, শিমু, আইরিন আক্তারসহ ১২ জন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপক কুমার সিংহ বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।কাজল কায়েস/এআরএ/পিআর