রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি হাইস মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে, আগুনে পুড়ে গাড়ি ভস্মীভূত হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
টিটি/এমএএইচ/জেআইএম