দেশজুড়ে

সিলেট সীমান্ত থেকে ভারতীয় গরু-চিনি জব্দ

সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তে যেন চোরাচালান কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আবারও সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু ও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জেলার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার সই করা গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত আড়াইটায় জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে থানার আলুবাগান মোকামবাড়ি এলাকার তারা মিয়ার বসতঘর থেকে ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান।

এর আগে শুক্রবার দিনগত রাতে জৈন্তাপুর থানার একটি দল নিজপাট ইউনিয়নের খাসিয়াহাটি এলাকা থেকে সাতটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলশি সুপার সম্রাট তালুকদার জাগো নিউজকে বলেন, ঘটনায় জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছামির মাহমুদ/এমআরআর