হবিগঞ্জের জগন্নাতপুরে বাহুবলে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন, উপজেলা সদরের তারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মতিউর রহমান (২৮)।
শায়েস্তাগঞ্জ হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, রোববার বিকেলে সিএনজিচালিত একটি অটোরিকশা করে তারা বাহুবলের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি মহাসড়কে দৌলতপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় খায়। দুর্ঘটনায় মা-ছেলে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস
Advertisement