দেশজুড়ে

হবিগঞ্জে ফ্রি চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী

হবিগঞ্জে ফ্রি চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী

আহমদীয়া যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশ-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর হবিগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকা চন্ডীছড়া চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Advertisement

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান মুহিদুর রহমান রুমন ফরাজী ও চা-বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জিত কর্মকার। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. সাফ্ফাত হোসেন সিফাত, ডা. আবরার সিরাজী, গাদির আহমেদ সাইফ, আহমদীয়া মুসলিম জামাত চান্দপুর চা-বাগানের প্রেসিডেন্ট-এর প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরীসহ ৮ জনের একটি টিম। মেডিকেল ক্যাম্পে মোট ৫১৭ জনকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে ৩১৪ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ২০৩ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ডা. আবরার সিরাজী। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৫১৭ জন রোগী সেবা গ্রহণ করেন।

উক্ত সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. সাফ্ফাত হোসেন সিফাত এ বিষয়ে বলেন, আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানব সেবামূলক কাজ নিয়মিতই করে থাকি। আর্তমানবতার সেবার প্রেরণায় বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানবসেবা করে থাকি।

Advertisement

এমএইচআর/জিকেএস