চাঁদপুরে একটি বেসরকারি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলাকালে রেদওয়ান খান বোরহান নামের এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় দুই সাংবাদিকসহ আরও অন্তত ১৫ জন আহত হন।
Advertisement
রোববার (১ অক্টোবর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এসময় নির্বাচনী গণসংযোগে ব্যবহৃত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ওই নেতা।
এর আগে সকালে ‘ইলেকশন এক্সপ্রেস’ নামে একটি অনুষ্ঠান শুরু করে ডিবিসি নিউজ। ওই অনুষ্ঠানে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রেদওয়ান খান বোরহান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ’লীগ নেতার ওপর হামলা, ডিএসসিসি কাউন্সিলর আবু সাঈদের বিচার দাবি
Advertisement
ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুব বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ডিবিসির নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ‘ইলেকশন এক্সপ্রেস’ নামে একটি অনুষ্ঠান আয়োজন হয়ে আসছে। এ নিয়ে চাঁদপুরে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি। সকাল ১০টায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাইভ অনুষ্ঠান চলাকালে অস্ত্র নিয়ে ৫০-৬০ জন দুর্বৃত্তরা হামলা চালায়।
এ বিষয়ে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রেদওয়ান খান বোরহান বলেন, আজকের অনুষ্ঠানটি ছিল আমাকে নিয়ে। অনুষ্ঠানটি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়। আমি ওই স্কুলের দাতা সদস্য। লাইভ চলাকালে চেয়ারম্যান সেলিম খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়।
এ প্রসঙ্গে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান বলেন, স্কুল চলাকালীন সময়ে রেদওয়ান খান বোরহান জনসমাগম করেছিলেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে বিষয়টি বোঝাতে গেলে তিনি উত্তেজিত হয়ে অনুষ্ঠান করবেন বলে জানান। ওই সময় বাকবিতণ্ডার এক পর্যায় হট্টগোল বেধে যায়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
Advertisement
আরএইচ/জিকেএস