দেশজুড়ে

যুগোপযোগী আইন তৈরি করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে

যুগোপযোগী আইন তৈরি করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে

বিচারকদের মামলার জট কমিয়ে মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, আইনের অনেক ডালপালার জন্য একটি মামলা বিভিন্ন আদালতে যেতে হয়। এজন্য মামলার জট শুরু হয়। অনেক আইন আছে, যেগুলো যুগোপযোগী করে তৈরি করা যেতে পারে। যুগোপযোগী আইন তৈরি করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

Advertisement

রোববার (১ অক্টোবর) বিকেলে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর ওবায়দুল হাসানের এটাই নেত্রকোনায় প্রথম সফর।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষ হিসেবে তৈরি হয়ে উঠতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। আর এজন্য পরিবারের পাশাপাশি শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। শিক্ষকরাই একটা জাতিকে সুন্দর করে তৈরি করতে পারে।

প্রধান বিচারপতি আরও বলেন, প্রযুক্তির সফল গ্রহণ করতে হবে। কোনোভাবেই যেন এর কুফল নতুন প্রজন্মকে গ্রাস না করে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হোন, সহিষ্ণু হোন। তাহলে সমস্ত সংকট থেকে উত্তরণের পথ খুলে যাবে।

Advertisement

বিকেল ৩টার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সানজিদা ইসলাম মানপত্র পাঠ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন। বক্তব্য দেন নেত্রকোনা-২ আসনের এমপি ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, মোস্তুফা জামান ইসলাম, নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য ও প্রধান বিচারপতির ছোট ভাই সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জাকিয়া পারভীন মনি,পরিকল্পনা কমিশনের সচিব একেএম ফজলুল হক, সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর ও মোহাম্মাদ ইফতেখার বিন আজিজ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ, সরকারি কৌঁসুলি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।

এইচ এম কামাল/এসজে/জিকেএস

Advertisement