দেশজুড়ে

হিলি স্থলবন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে সোমবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Advertisement

রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় হিলি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভারতের গান্ধী জয়ন্তি দিবস উপলক্ষে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় বন্দরের অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক চলবে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ভারতের গান্ধী দিবসে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Advertisement

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস