দেশজুড়ে

দুর্বৃত্তের কীটনাশকে কপাল পুড়লো দুই ভাইয়ের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে কীটনাশক দিয়ে দুই চাষির প্রায় আড়াই লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

রোববার (১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন শিমুলবাড়ী গ্রামের মৃত খয়বর আলীর দুই ছেলে মতিয়ার রহমান (৪০) ও লুৎফর রহমান (৫২)।

স্থানীয়া জানান, দুই ভাই মতিয়ার রহমান ও লুৎফর রহমান মিলে প্রতিবেশী জোগেন্দ্র নাথের দুই বিঘা আয়তনের পুকুর লিজ নিয়ে মাছচাষ করে আসছেন। চলতি বছর তারা ওই পুকুরে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা ছাড়েন। মাছগুলো এখন বিক্রির উপযোগী হয়েছে। রোববার দিবাগত রাতে কে বা কারা পুকুরে কীটনাশক প্রয়োগ করেন। সকালে ঘুম থেকে উঠে মতিয়ার ও লুৎফর দেখেন পুকুরের মাছ মরে ভেসে আছে। পরে জাল দিয়ে প্রায় ৩০ মণের মতো মরা ও অর্ধগলিত মাছ পুকুর থেকে তোলা হয়। আরও প্রচুর পরিমাণ মাছ স্থানীয়রা তুলে নিয়ে যান।

মাছচাষি লুৎফর রহমান বলেন, ‘লাভের আশায় মাছচাষ করতে গিয়ে আমরা দুই ভাই শেষ। রাতের আধারে কে বা কারা শত্রুতা করে আমাদের এমন ক্ষতি করলো জানি না। তবে আমাদের দুই ভাইয়ের সব বিনিয়োগ ধূলিসাৎ হয়ে গেলো। আমরা সর্বস্বান্ত হয়ে গেলাম।’

স্থানীয় ইউপি মেম্বার আসাদুল হক বলেন, বেশিরভাগ মাছই মরে পচে বিক্রির অনুপযোগী হয়ে গেছে। কিছু মাছ বিক্রি করে জাল ভাড়া মেটানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে মতিয়ার ও লুৎফরকে পরামর্শ দেওয়া হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস