শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে গ্রামে গঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বপন বলেন, আওয়ামী লীগ ভালবাসা দিয়ে সবকিছু জয় করার রাজনীতি করে। আওয়ামী লীগ সম্মান দিয়ে মানুষের মন জয় করার রাজনীতি করে।
তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ ও আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
আরএইচ/এমএস