দেশজুড়ে

বিএনপির রোডমার্চে অংশ নেওয়া শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোডমার্চ কর্মসূচির সমাবেশে অংশ নেওয়া বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মোটরসাইকেল ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) দিনগত গভীর রাতে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাঞ্চন মিয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, রোববার দুপুর দেড়টার দিকে মামলার বাদী কাঞ্চন তার বন্ধুবান্ধবদের নিয়ে ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনের সড়কের পাশে আড্ডা দিচ্ছিলেন। এসময় বিএনপির রোডমার্চ কর্মসূচি থেকে বেশকিছু নেতাকর্মী অতর্কিত তাদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটান। পরে তারা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে গুঁড়িয়ে দেন। এসময় হামলাকারীরা পাশের একটি দোকানে হামলা চালিয়ে ফ্রিজ ভাঙচুর ও মালামাল তছনছ করেন।

শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস