বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মানব পুঁজি উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টর ফর হিউম্যান ডেভেলপমেন্ট নিকোল ক্লিনজেন।
সোমবার (২ অক্টোবর) ঢাকার সাভার ও ধামরাইয়ের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন তিনি। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিকোল ক্লিনজেন বলেন, বিশ্বব্যাংক, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিতে প্রয়োজনীয় বিনিয়োগ করছে যেন মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পায়। এ লক্ষ্য পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
নিকোল ক্লিনজেন আরও বলেন, আজকে পিকেএসএফয়েরর মাঠ পর্যায়ের কার্যক্রম দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। রেইজ প্রকল্পের সহায়তায় তরুণরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখার সুযোগ পাচ্ছে।
এসময় তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের রেইজ প্রকল্পের টাস্ক টিম লিডার এস আমের আহমেদ, কো-টাস্ক টিম লিডার আনিকা রহমান এবং পিকেএসএফয়ের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।
পিকেএসএফ গত ফেব্রুয়ারি থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের রেইজ প্রকল্প বাস্তবায়ন শুরু করে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করা হচ্ছে।
তরুণদের শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে রেইজ প্রকল্প সরকারের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ ও টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এনএইচ/এসএনআর/জিকেএস