হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার সকালে এসব জব্দ করা হয়। জব্দ করা সিগারেটগুলো ছিল বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের। এক বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, মো. ফারুক নামের এক যাত্রী সকালে কুয়েত থেকে কোরিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কেই-২৮৩) ঢাকায় পৌঁছালে তার লাগেজে তল্লাশি চালিয়ে সিগারেটের কার্টন জব্দ করা হয়। ফারুকের বাড়ি চট্টগ্রাম। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। উল্লেখ্য, গত সোমবার শাহজালাল থেকে ২২৯ কার্টন ও বুধবার ২ হাজার ৮৮০ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়। এআর/এএইচ/পিআর