দেশজুড়ে

তালা কেটে তিন দোকানের ১৩৮ স্মার্টফোন চুরি

দিনাজপুরের সমতা মোবাইল মার্কেটের কবির টেলিকম, জনি এন্টার প্রাইজ ও এমবিএন গেজেট নামের তিনটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরের লিলির মোড় সমতা মোবাইল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ১৩৮টি স্মার্টফোন ও ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছেন চোর।

দোকানিরা জানান, সকালে ১০টার দিকে দোকান খুলতে এসে তারা তালা কাটা দেখেন। এরপর শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন ব্রান্ডের দামি মোবাইলগুলো নেই। এছাড়াও তিনটি দোকানের ক্যাশে থাকা আনুমানিক আড়াই লাখ টাকা নেই।

আরও পড়ুন: ‘চুরি করতে এসেছিলাম কিন্তু সত্যি আমি চোর না’ রক্তমাখা চিঠিতে চোর

কবির টেলিকমের মালিক হুমায়ুন কবির বলেন, আমার দোকানের ৪৩টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়াও জনি এন্টার প্রাইজের ৪৫টি ও এমবিএন গেজেটের ৪০টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলগুলোর আনুমানিক দাম ৪০ লাখ টাকা। তবে চোরেরা মোবাইলগুলো নিয়ে গেলে বক্স গুলো ফেলে গেছে।

এরই মধ্যে মার্কেট পরিদর্শন করেছে কোতয়ালী থানা পুলিশ। তারা এ সময় একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জাগো নিউজকে চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

এমদাদুল হক মিলন/জেএস/এমএস