আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সম্পদ লুটে নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এখন তারা সম্পদশালী হয়ে দেশের মানুষকে পেটে ভাতে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের সমাপনী বক্তব্যে তিনি মন্তব্য করেন।
সেলিনা রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষ কথা বললেই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তাই শেখ হাসিনার এই ফ্যাসিবাদী সরকারের পতন না ঘটাতে পারলে মানুষ আর বাঁচবে না। দেশে স্বাধীনতা আর থাকবে না।
খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিশ্চিতকরণে নেতাকর্মীদের তিনি বলেন, দেশের গণমানুষের নেত্রী খালেদা জিয়া যেন দেশের মানুষকে মুক্ত করতে না পারেন তাই তাকে মিথ্যা মামলার বন্দি করে রাখা হয়েছে। মানুষটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে মুক্ত করে তার চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
বিএনপির আন্দোলনের লক্ষ্য তুলে ধরে সেলিমা রহমান বলেন, বিএনপি আন্দোলনের এখন একটাই উদ্দেশ্য তা হলো আওয়ামী লীগে সরকারের পতন ঘটানো। আমরা এক বছর ধরে আন্দোলন করছি, এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অনেক নেতাকর্মীদের হারিয়েছি। স্বৈরাচারী এ সরকার আমাদের ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে। এরপরও আমাদের নেতাকর্মীরা দমে যায়নি। বিএনপি লক্ষাধিক নেতাকর্মী এখনো কারাগারে আছেন।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর সঞ্চালনায় ফরিদপুর বিভাগীয় রোডমার্চের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল ও অন্যরা।
বিধান মজুমদার অনি/এসজে/জেআইএম