জাতীয়

এসএটিআরসির চেয়ারম্যান হলেন বিটিআরসির শ্যাম সুন্দর সিকদার

দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) শ্যাম সুন্দর সিকদার।

এসএটিআরসির তিন দিনব্যাপী ২৪তম সম্মেলনের প্রথমদিনের অধিবেশন শেষে মঙ্গলবার (৩ অক্টোবর) তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। পরে রাতে সদস্য দেশগুলোর মতামতের ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এ সম্মেলনে অংশ নিয়েছেন ৯টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগপ্রযুক্তি বিষয়ক রেগুলেটরি সংস্থার প্রধান, টেলিকম অপারেটরস, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ শতাধিক প্রতিনিধি। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরান।

এদিকে, সম্মেলনের প্রথম দিনে দুটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নিয়ে নিজ দেশের টেলিযোগাযোগ খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সম্মেলনের দ্বিতীয়দিন বুধবার (৪ অক্টোবর) দুটি ডায়ালগসহ চারটি সেশন অনুষ্ঠিত হবে। এতে রেগুলেটরি প্রধানরাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

তিন দিনব্যাপী এ সম্মেলনে মোট ৯টি সেশনে টেকসই ডিজিটাল ভবিষ্যৎ, ডিজিটাল ট্রান্সফরমেশন, ব্রডব্যান্ড নেটওয়ার্কে প্রবেশ ও গুণগত মান, ডিজিটাল অন্তর্ভুক্তি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরঙ্গ ব্যবস্থাপনা, স্যাটেলাইট ও টেরিস্ট্রিয়াল সেবায় তরঙ্গ ব্যবহার ও ফাইভ-জি প্রযুক্তি ক্ষেত্রে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ও কর্মকৌশল নিয়ে আলোচনা হবে।

১৯৯৭ সালে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়ে এসএআরটিসি প্রতিষ্ঠিত হয়। এ সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, স্ট্যান্ডার্ডাইজেশন, রেগুলেটরি প্রবণতা, টেলিযোগাযোগ খাত উন্নয়নের কৌশল এবং টেলিযোগযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে। সদস্য দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতি বছর এ কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এএএইচ/এমএএইচ/এএসএম