জাতীয়

গুলশান থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর গুলশান থেকে কুষ্টিয়ার দৌলতপুর থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সোহেল ইসরাককে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার (৩ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৪ অক্টোবর) র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ইসরাকের বিরুদ্ধে গত বছরের ১৯ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।গ্রেফতার ইসরাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

টিটি/এসটি/জেআইএম