দেশজুড়ে

গায়ে হলুদের অনুষ্ঠানে কোরআন খতম, প্রশংসায় ভাসছেন প্রবাসী

গায়ে হলুদের অনুষ্ঠানে কোরআন খতমের আয়োজন করে প্রশংসায় ভাসছেন প্রবাসী মো. সাইফুল ইসলাম নামে এক যুবক। রাতভর এক ঝাঁক হাফেজের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের দৃশ্য দৃষ্টি কেড়েছে অনেকের।

মো. সাইফুল ইসলামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে। তার বাবার নাম মো. ইব্রাহীম মানিক। তিনি সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করেন। বুধবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে তার বিয়ে হয়।

আরও পড়ুন: গায়ে হলুদের অনুষ্ঠানে গান-বাজনার পরিবর্তে কোরআন খতম

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, বিয়ের অনুষ্ঠানে আমাদের দেশের মানুষ বিদেশি সংস্কৃতি চর্চায় মগ্ন থাকেন। এতে বিয়ের অনুষ্ঠান হয়ে ওঠে পাপের অনুষ্ঠানে। মুসলমান হিসেবে আমাদের বিয়ে অনুষ্ঠানগুলো ইসলামী সংস্কৃতি ও রীতিতেই হওয়া উচিত। সে দৃষ্টিভঙ্গি থেকে ইসলামী রীতিনীতি মেনে বিয়ের আয়োজনটি সাজানো হয়েছে। এতে আমার পরিবারসহ আত্মীয়-স্বজন সবার সহযোগিতা পেয়েছি।

বিয়েতে আসা খুরশিদ আলম বলেন, ইসলামী নিয়মকানুন বাদ দিয়ে আমরা এখন অন্যদের ফলো করা শুরু করেছি। এতে বিয়ের অনুষ্ঠানগুলো এবাদত না হয়ে অনাচারে রূপ নিয়েছে। সাইফুলের বিয়ের এ অনুষ্ঠান অনুকরণীয় হয়ে থাকবে।

কনে পক্ষের স্বজন রাইসুল ইসলাম জানান, আমরা যেহেতু মুসলমান আমাদের বিয়েসহ সব কিছুই ইসলামী রীতিনীতিতে হওয়া আবশ্যক। কিন্তু সমাজে যে অবস্থা চালু হয়েছে মনে হচ্ছে যেন বিজাতীয়দের অনুসরণ না করলেই আমরা পিছিয়ে পড়বো। সাইফুলের এ ধরনের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) আবু সুফিয়ান জানান, সমাজে এখন বিভিন্ন ধরনের ডিজে পার্টি, আতশবাজী, নারী-পুরুষের অবাধ সমাগম সামাজিক ক্যান্সারের রূপ নিয়েছে। এতে বেড়েই চলেছে অপরাধ কর্মকাণ্ড। তবে আমাদের এ অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত।

আরএইচ/এমএস