অনন্য মামুন পরিচালিত ব্ল্যাকমেইল ছবির ট্রেইলার সম্প্রতি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। রয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদও। ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন ববি। তার পোশাক নিয়েও রয়েছে আপত্তি। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন ববি। তিনি জানান, ছবিতে আপত্তিকর কোন পোশাক ব্যাবহার করা হয়নি। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই ছবির পোশাক নির্বাচন করা হয়েছে। এর বেশি কিছু নয়।ট্রেইলারেও এমন কিছু দৃশ্যের দেখা মিলেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ ও ইউটিউবে চলছে আলোচনা - সমালোচনা।