লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নুর নবী বকুল (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল ওই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ীর মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত বকুলের ছোট ভাই সাংবাদিক আফজাল হোসেন সবুজ বলেন, আব্দুর রউফদের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার সময় বিরোধীয় জমি থেকে রউফ, আশরাফ ইসলাম বাবুল ও জাফর আহমেদ পলাশরা সুপারি পাড়তে যায়। এতে বাধা দিলে আমার বড় ভাইয়ে সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ভাইকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আব্দুর রউফসহ অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসজে/এএসএম