বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হন। শুক্রবার বিকেলে উপজেলার উজগ্রাম দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল গাবতলী ভটকার তাইর গ্রামের ইউনুছ আলীর ছেলে ও কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন একই গ্রামের মেহেদী হাসান ও উজগ্রাম দক্ষিণপাড়া এলাকার আশিক হাসান। তারা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, শুক্রবার বিকেলে দাওয়াত শেষে মোটরসাইকেল করে রাসেল মেহেদী ও আশিক বাড়ি ফিরছিলেন। বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক বাড়ির দেওয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান রাসেল। পরে মেহেদী ও আশিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। নিহত স্কুলছাত্রের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে।
জেডএইচ/