দেশজুড়ে

লাইনের মাটি সরে কিশোরগঞ্জে ট্রেন চলাচল বন্ধ

বৃষ্টিতে মাটি সরে গিয়ে কিশোরগঞ্জে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার হালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বৃষ্টিতে রেল লাইনের মাটি সরে যাওয়া মূল লাইন ভেঙে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। এতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারোসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে। অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা ছেড়ে নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়েছে।

এসকে রাসেল/আরএইচ/এএসএম