দিনাজপুরের বিরামপুরে খামারে অসুস্থ মুরগি বিক্রি করার অভিযোগে বেলাল হোসেন নামের এক খামারিকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের ভেটায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন মমিনুর ইসলাম, বিরামপুর থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া মহল্লার বেলাল হোসেন তার খামারের অসুস্থ মুরগি বিকি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় খামারিকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, অসুস্থ মুরগি বিক্রির অপরাধে খামারিকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাহাবুর রহমান/এসআর/এএসএম