হাঁটু পানি মাড়িয়ে ক্লাসে যেতে হয় ফেনী সদরের উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯২২ সালে প্রতিষ্ঠিত উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত। বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় অল্প বৃষ্টিতে পানি জমে যায়। এতে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পরনের পোশাক ভিজে যায়।
জয়নাল আবেদীন নামের এক অভিভাবক জানান, এক মাস ধরে বিদ্যালয় মাঠে হাঁটু পরিমাণ পানি জমে আছে। এতে আমরা দুর্ভোগে পড়েছি। গত এক মাসেও বিদ্যালয় পরিচালনা পর্ষদ পানি নিষ্কাসনের কোনো ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: বিদ্যালয় মাঠে পানি, শিক্ষার্থীদের দুর্ভোগ
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রানী দাশ জানান, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় আশপাশের বাড়িসহ রাস্তার পানি জমে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করার পর একপাশে উঁচু হয়ে গেছে। এতে বর্ষার শুরু থেকে বিদ্যালয় মাঠে পানি জমে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরাও পানি মাড়িয়ে ক্লাসে যেতে হয়।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে শৌচাগার নেই। নতুন ভবনে নেই বিদ্যুৎ সংযোগ। একটি টিউবওয়েল থাকলেও সেটি নষ্ট হয়ে গেছে। বিদ্যালয়ের মাঠসহ নানা বিষয়ে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।
লেমুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ তালুকদার জানান, বিদ্যালয়ে নানা সমস্যা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
জানতে চাইলে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম বলেন, বিদ্যালয় মাঠে পানির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম