দেশজুড়ে

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

যশোরের শার্শায় বিদেশি পিস্তল, গুলি ও হ্যান্ডকাপ উদ্ধারসহ মনিরুল ইসলাম (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৮ অক্টোবর) বিকেলের দিকে শার্শার জামতলা-বালুন্ডা সড়কের টেংরা মাকড়ার বিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।

আরও পড়ুন: ২ মাদক কারবারির বাগবিতণ্ডা, একজনকে গলা কেটে হত্যা

ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার জামতলা-বালুন্ডা সড়কের মাকলার বিল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও এক জোড়া হ্যান্ডকাপসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে মনিরুল ইসলামকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।

মো. জামাল হোসেন/জেএস/জিকেএস