বিনোদন

ভোগ ম্যাগাজিনের নতুন প্রচ্ছদে ক্যাটরিনা (দেখুন ছবিতে)

বলিউডের প্রভাবশালী নায়িকাদের মধ্যে শীর্ষ তালিকায় আছেন তিনি ।বলিউডে পা দেয়ার সাথে সাথে সমালোচনার সম্মুখীন হলেও তার রূপের মোহে যেন সবই ঢাকা পড়ে আছে আর সেই সাথে সবচাইতে পিছিয়ে থাকা সত্ত্বেও রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। আবেদনময়ী আকর্ষণে যেন সবই তার কাছে হার মানতে প্রস্তুত। হ্যাঁ, সে আর কেউ নয় বলিউডের টপ গ্লামারস সেন্সেশন ক্যাটরিনা কাইফ।এইতো কিছুদিন আগেই চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে আবেদনময়ী এশীয় নারী হিসেবে তাকে নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইস্টার্ন আই’। কিন্তু সম্প্রতি পর্দায় তার অনুপস্থিত যেন নজর কারছে দর্শকদের গত এক বছরের বেশি সময় ধরে ক্যাটকে মিস করছে বলিউড পারা। কিছুদিন আগে মুক্তি পাওয়া মুভি ‘ব্যাং ব্যাং’ দিয়ে যেন স্বপ্নের মতো সবাইকে মোহিত করে আবার কোথায় হারিয়ে গেলেন। কেন এই লুকোচুরি খেলা তার। কেনই বা এমন রহস্যের মাঝে লুকিয়ে রাখছেন নিজেকে। কিন্তু তার পরও মাঝে মধ্যেই তারার মতো চমক দিতে নিজেকে উপস্থাপন করেন ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রুপে। ২০১৪ জুলাই তে আসা ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে যতটা না আবেদন ছড়িয়েছে তার কয়েকগুন বারতি আবেদনে ভোগ ম্যাগাজিনের এবারের প্রচ্ছদে দেখতে পাবে তার ফ্যানরা তাকে। তবে আর দেরি কেন চলুন তবে দেখে নেয়া যাক ২০১৪ সালের ভোগ ম্যাগাজিনের ডিসেম্বরের প্রচ্ছদে আকর্ষণীয় সোনালী ক্যাটরিনা কাইফকে।সোনালি টপস আর গাউনে আবেদনময়ী পোজে ক্যাটরিনা।প্রচ্ছদের ফ্রন্টপেজে গোল্ডেন গ্লোরি লুকে ক্যাটরিনা।সোনালি জ্যাকেট সাথে শর্ট স্কার্টে আকর্ষণীয় ক্যাটরিনা।

সব শেষে সোনালি বুট সু তে একটু ভিন্ন পোজে ক্যাটরিনা। - ইন্ডিয়া টিভি