দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে সবজিবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। সোমবার (৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের চেপটিগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশরাফুল (৩০) ও সহিবর (৪২। আশরাফুল সদর উপজেলার কহরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও সহিবর একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৪ শ্রমিক নিহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ফাড়াবাড়ি এলাকায় সবজিবোঝাই একটি ট্রাক ১৭ শ্রমিক নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়। পথে চেপটিগুড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহিবরের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহতদের রংপুরে পাঠানো হয়।

তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম