বিনোদন

আজ বিকেলে পাওয়ার স্বাধীনতা কনসার্ট

স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার অদূরে টঙ্গীতে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড পাওয়ার নিবেদিত ‘পাওয়ার স্বাধীনতা কনসার্ট’ শিরোনামের এই আয়োজনটি আজ শনিবার, ২৬ মার্চ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ প্রাঙ্গনে।কনসার্টে গান করবেন হালের মিউজিক ক্রেজ হৃদয় খান, মিলা, টিনা মুস্তারি ও পাওয়ার ভয়েস খ্যাত তারকা সজল। জনপ্রিয় চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় এই কনসার্টটির সহযোগীতায় রয়েছে বিস্ক ক্লাব। কনসার্টের টিকিট পাওয়া যাবে পাওয়ারের বোতলের যে কোনো লেভেলে। ‘পাওয়ার স্বাধীনতা কনসার্ট’র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগোনিউজ২৪ডটকম ও রেডিও পার্টনার হিসেবে আছে জাগো এফএম (৯৪.৪)। এলএ/এবিএস