দেশজুড়ে

ফেনীতে প্রবাসীর বাড়ি থেকে ২৫ ভরি সোনা লুট

ফেনী শহরের মধ্য রামপুর এলাকার খান ম্যানশনে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই পরিবারের সদস্যদের জিম্মি করে ২৫ ভরি সোনা ও নগদ ৬ লাখ লুট করে নেয়।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার (৯ অক্টোবর) রাতে হাজী শাহ আলম খানের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করা মাত্রই বাসায় থাকা হাজী শাহ আলম খানের জামাতা হারিছ চৌধুরীর গলায় চুরি ধরে। কোনো শব্দ করলে জবাই করে হত্যার হুমকি দেয়।

একপর্যায়ে তাকে নিয়ে পার্শ্ববর্তী কক্ষে থাকা তার শ্যালক মোজাম্মেল খান রকিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে যায়।

মোজাম্মেল খান রকি জানান, তার বোন বিবি খাদিজা মিমি বেড়াতে আসায় স্বর্ণালংকার নিয়ে আসে। দুর্বৃত্তরা দুই কোটি টাকা দিতে চাপ প্রয়োগ করে। কোনো টাকা না থাকায় আলমারি থেকে সোনা ও টাকা নিয়ে চলে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তারা।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম