দেশজুড়ে

লরির নিচে চাপা পড়লেন হেলপার, পালালেন চালক

মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কন্টেইনারবাহী লরি উল্টে মোহাম্মদ মানিক (২৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় কন্টেইনারবাহী লড়িটি উল্টে এদুর্ঘটনা ঘটে। মানিক কক্সবাজারের চকরিয়ার কাহারিখোলা এলাকার আব্দুল হাফেজের ছেলে। দুর্ঘটনার পরই লরিচালক পালিয়ে গেছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, সকালে চট্টগ্রাম থেকে কন্টেইনারে করে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল লরিটি। গজারিয়ার ভাটেরচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়, এসময় লরিটি মহাসড়কে উল্টে নিচে চাপা পড়েন চালকের সহকারী মোহাম্মদ মানিক। গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা লরির নিচ থেকে মানিককে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছি এ সময় লরির নিচে চাপা পড়ে থাকা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাত রায়হান সাকিব/জেএস/এমএস