দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানের আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে পৌর শহরের স্টেশন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিরামপুর থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে শাহিন টি স্টল মালিককে পাঁচ হাজার টাকা, খলিল টি স্টল মালিককে এক হাজার টাকা এবং বেলাল স্টোর মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মমতাজ বেগম জানান, শহরের স্টেশন এলাকায় বিভিন্ন চা স্টলের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকান মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস