ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দুপুরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক যাত্রী রিয়াজুল ইসলাম সৌদি আরব থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বিমানবন্দর কাস্টমসের প্রিভেনটিভ বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিন জানান, সৌদি আরব থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের ৮০৮ ফ্লাইটটি শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি জানান, বিমানটি অবতরণের পর এর যাত্রী রিয়াজুলের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে তল্লাশি চালায় কাস্টমস সদস্যরা। এ সময় তার কাছ থেকে স্বর্ণের ৩৮টি বার ও কয়েকটি চেইন উদ্ধার করা হয়। রুহুল জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাড়ে ৪ কেজি, যার দাম প্রায় পৌনে ২ কোটি টাকা। আটক রিয়াজুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা করা হয়েছে বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।