দেশজুড়ে

স্ত্রী হত্যা: আদালতকে মৃত জানানোর ৬ বছর পর যুবক গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মৃত বলে পালিয়েছিলেন মো. ওসমান আলী ওরফে ওসমান (৩৫)। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ওসমান আলী ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ২০১২ সালের ১৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিবে ওসমান আলী স্ত্রী লাকি বেগমের কাছে একহাজার টাকা চান। লাকি টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বসতঘরের বাইরে নিয়ে ধারালো ছুরি দিয়ে হত্যা করে। ওই ঘটনায় ২১ আগস্ট লাকির বাবা মো. আবদুর রহিম বক্স মামলা করেন।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে দুই ইরানি যুবক গ্রেফতার

এদিকে মামলাটি চলমান অবস্থায় ওসমানের পরিবার থেকে আদালতকে জানানো হয় ২০১৭ সালের ১০ এপ্রিল আসামি কিডনির সমস্যাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সাজা থেকে রেহাই পেতে দীর্ঘ ৬ বছর ওসমান পলাতক থাকলেও পুলিশ বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে। অবশেষে তাকে জীবিত গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ আসামির মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে তার অবস্থান শনাক্ত করে। বুধবার বিকেলে বিশেষ অভিযানে গাইবান্ধার সাঘাটা ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে ওসমানকে আটক করে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম