নরসিংদীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে বুধবার (১১ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিঘর এলাকায় এনা পরিবহনের বাসের ধাক্কায় খাদেমুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ নিহত ২
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
অন্যদিকে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তার মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। সঞ্জিত সাহা/জেএস/জিকেএস