দেশজুড়ে

স্বামী হত্যায় স্ত্রীর পরকীয়া প্রেমিক গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী খুনের ঘটনায় স্ত্রীর পরকীয়া প্রেমিক সৈয়দ আশেকে এলাহী বাবুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দিনগত রাতে ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আজাগরা গ্রামের মুন্সী বাড়ির সৈয়দ মাসুদ মুন্সীর ছেলে।

৮ অক্টোবর রাতে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ আমেনার বাসার তৃতীয় তলায় নিজ ভাড়া বাসায় খুনের শিকার হন সৌদি আরব প্রবাসী মো. এমরান হোসেন। এ ঘটনায় প্রেমিক সৈয়দ আশেকে এলাহী বাবুকে নিয়ে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে স্ত্রী ফারজানা বেগমের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যান পরকীয়া প্রেমিক এবং ওই দিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বোন রিনা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ফারজানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাদী রিনা বেগম জানান, ভাবির (এমরান হোসেনের স্ত্রী ফারজানা বেগম) সঙ্গে তার সৈয়দ আশেকে এলাহী বাবুর দীর্ঘদিন প্রেম ছিল। এ নিয়ে সালিশ বৈঠক ও থানায় অভিযোগ হওয়ার পর ভাবি ও তার পরিবার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে ভাবি এমন কাজ করবেন না বলেও জানান। একমাত্র ছেলের কথা ভেবে ভাইও তাকে ক্ষমা করে দেন।

রিনা আরও বলেন, আমার ভাই ছুটি শেষে সৌদিতে যাওয়ার পর ভাবি আবারো পরকীয়া প্রেম শুরু করেন। এরপর ভাই ছুটিতে দেশে এলে ভাবি ও তার প্রেমিক দুজনে মিলে পরিকল্পিতভাবে ভাইকে হত্যা করেন। এর সঙ্গে জড়িত ভাবির মা ও বোনও।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, সৈয়দ আশেকে এলাহি বাবুকে ঝিনাইদহ পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তাকে আজই হাজীগঞ্জে আনা হবে।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডে প্রকৃত কারণ নিয়ে বাবুকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ নিয়ে সহসাই প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

শরীফুল ইসলাম/এসজে/এমএস