বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ১২৫ জন। এছাড়া নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৭১ জনের।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বিমালা (৭০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আফছানা (২১)। তারা দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৮ হাজার ৪৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩২৮ জন। আর মৃত্যু হয়েছে ১২৫ জনের। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯১ জন, ভোলা সদর হাসপাতালে নয়, বরগুনা সদর হাসপাতালে পাঁচ, পিরোজপুর সদর হাসপাতালে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে সাত ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৫৭, পটুয়াখালীতে ২৭, পিরোজপুরে ৩৮, ভোলায় ৪৩, বরগুনায় এক ও ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
শাওন খান/এসআর/এএসএম