দেশজুড়ে

বেড়েছে পেঁয়াজ আমদানি, কমেছে দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। এতে কিছু স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে হিলি বাজারে দেখা যায়, নাসিক জাতের পেঁয়াজ ও ইন্দোর জাতের পেঁয়াজ ভারত থেকে আমদানি শুরু হয়। তিনদিন আগে পাইকারি ৫৬-৫৭ টাকা দিয়ে পেঁয়াজ কিনে ৬০ টাকায় বিক্রি হতো। আজ সে পেঁয়াজ ৪৭-৪৮ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আব্দুল আলিম নামের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, কদিন আগে পেঁয়াজের বাজার যা ছিল সেটি থেকে এখন কেজিতে প্রায় ১০ টাকা কমেছে। কদিন আগে দেশের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পেঁয়াজ আমদানি কিছুটা কম ছিল। কিন্তু এখন প্রচুর পরিমাণে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। ফলে দাম কিছুটা কমেছে।

আরও পড়ুন: বেনাপোলে প্রবেশের অপেক্ষায় ৭৫ মেট্রিক টন পেঁয়াজ 

আব্দুল আলিম নামের এক রিকশাচালক বলেন, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আজ ৫০ টাকা দিয়ে পেঁয়াজ কিনলাম। পেঁয়াজের দাম ৪০ টাকা মধ্যে থাকলে আমাদের জন্য ভালো হয়।

হিলি পানামা পোর্টের তথ্য মতে, শনিবার ৫২ গাড়িতে এক হাজার ৫০০ টন, রোববার ৪২ গড়িতে এক হাজার ২৪১ টন, সোমবার ৩৮ গাড়িতে এক হাজার ১৪৯ টন, মঙ্গলবার ৪০ গাড়িতে এক হাজার ১৮১ টন, বুধবার ৪৯ গাড়িতে এক হাজার ১৫৮ টন ও বৃহস্পতিবার ৬১ গাড়িতে এক ৮২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস