বিনোদন

‘লেডি সিংহাম’ রূপে নজর কেড়েছেন দীপিকা

পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা তৈরিতে নাম করেছেন নির্মাতা রোহিত শেঠি। বলিউডের অনেক সুপারস্টার তার এসব সিনেমায় অভিনয় করেছেন। এবার প্রথম তার এই ঘরানার সিনেমায় নিয়ে আসছেন একজন নারী পুলিশকে।

আরও পড়ুন: চলচ্চিত্র ছাড়াও দীপিকা যেসব উৎস থেকে আয় করেন

রোহিতর এবারের সিনেমার ‘সিংহাম আগেন’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। রবিবার নবরাত্রির প্রথম দিনেই ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতা।

রোহিতের নারী পুলিশের পোশাকি নাম ‘লেডি সিংহাম’। এতে দীপিকার লুকে রয়েছে চমক। তার চরিত্রের নাম শক্তি শেঠি। নির্মাতার পক্ষ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বিধ্বস্ত এক রাশ মানুষের স্তূপের উপর বসে রয়েছেন দীপিকা। পরনে পুলিশের পোশাক। কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কিন্তু মুখে ক্রূর হাসি। সেই অবস্থাতেই অভিনেত্রীর পিস্তলের নল এক অপরাধীর মুখে ঢোকানো রয়েছে।

      View this post on Instagram

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘শক্তি শেঠিকে চিনে নিন।’ অন্যদিকে রোহিত এ লুক পোস্ট করে লিখেছেন, ‘নারী সীতারও রূপ আবার দুর্গারও রূপ। আমাদের পুলিশ কমিউনিটির সবচেয়ে নিষ্ঠুর এবং নৃশংস অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেঠি, আমার লেডি সিংহাম।’

আরও পড়ুন: দীপিকা-রণবীরের সংসারে ভাঙনের গুঞ্জন

গত বছর ‘সার্কাস’-এর প্রচারকালে রোহিত প্রথম জানান যে, ‘সিংহাম আগেন’ সিনেমায় তিনি মূল পুলিশ চরিত্রে একজন নারীকে রাখবেন। শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন যে সেই চরিত্রে অভিনয় করবেন, সে ইঙ্গিতও দিয়েছিলেন পরিচালক। তবে দীপিকার চরিত্র নিয়ে নির্মাতা এখনই বিস্তারিত জানাতে চাইছেন না।

সম্প্রতি বলিউডজুড়ে খবর ছড়িয়েছে, এ সিনেমায় সম্ভবত অজয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সম্প্রতি এ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটি আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে বলেও জানা গেছে।

এমএমএফ/জিকেএস