পঞ্চগড়ে পুকুরে ডুবে রাফিয়া বেগম (৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাফিয়া ওই এলাকার আব্বাস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল রাফিয়া। এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পড়ে যায় সে। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, পানিতে পড়ে রাফিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সফিকুল আলম/আরএইচ/জিকেএস