দেশজুড়ে

নাশতা তৈরি করছিলেন মা, পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

ময়মনসিংহের ভালুকায় পুকুরে ডুবে ইকরামুল আরাফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামসুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরাফ একই এলাকার এখলাছ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিশু আরাফের মা সকালে রান্নাঘরে নাশতা তৈরি করছিলেন। এসময় হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় আরাফ। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন।

একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুকুর থেকে তুলে দেখা যায় শিশু আরাফ মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস