নোয়াখালীতে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ৮০ শিশুকে নতুন জামা, আলতা, পায়েস ও ফিরনিসহ টিফিন উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে শিশুদের জন্য স্বপ্নের শারদীয় উৎসবের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে স্বপ্নের সংগঠক হাসিবুল হক হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল।
সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক বক্তব্য রাখেন।
সংগঠনটির প্রধান হাসিবুল হক হাসিব জাগো নিউজকে বলেন, এবারের আয়োজনে সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলার ৮০ সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুর জন্য পূজা উপলক্ষে নতুন জামা, ফিরনি, পায়েস, গুঁড়াদুধ, পূজার প্রণামি, কন্যা শিশুদের জন্য আলতা ও টিফিন উপহার দেওয়া হয়েছে।
গত এক যুগ ধরে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও পথশিশুদের মধ্যে নতুন জামাসহ ঈদসামগ্রী দিয়ে আসছে ‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’ সংগঠনটি। এছাড়া দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য ১০ টাকায় শিক্ষা প্রকল্প, ১০ টাকায় স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা।
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস