রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা ও হাইকোর্টে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাতিলের রিট আবেদনকারীসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা।রোববার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু ইউসুফ সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বাংলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে গণআন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন।এদিকে, একই দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। শাহরিয়ার অনতু/এআরএ/এবিএস